১৮ অক্টোবর ওমানে পর্দা উঠবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের। টি-২০ ফরম্যাটের এ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে। আগের তিন আসর ৫০ ওভারে হলেও এবারই প্রথম টি-২০ ফরম্যাটে হবে। দলের অধিনায়ক করা হয়েছে আকবর আলিকে। এ ছাড়া জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন। এদের মধ্যে তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলীর মতো ক্রিকেটার। তরুণ খেলোয়াড় হিসেবে জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা। ১৯ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২০১৩ সালে ইমার্জিং প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। পরের দুই আসরে পাকিস্তানের হাতে ট্রফি ওঠে।
বাংলাদেশ দল আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলী, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আনিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।