লিভারপুলের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ক্লাবহীন সময় কাটছিল জোয়েল মাতিপের। হুট করে সবকিছুর ইতিই টেনে দিলেন ক্যামেরুনের এ ডিফেন্ডার। ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন তিনি।
মাতিপের অবসরের কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় তার সাবেক ক্লাব লিভারপুল। ২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দেন মাতিপ। অ্যানফিল্ডের ক্লাবটিতে ৮ বছর কাটান তিনি। এখানে পুরোটা সময়ই খেলেছেন তিনি ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে। গত মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ক্লপ। চুক্তির মেয়াদ শেষ হওয়া মাতিপও গত মে মাসে ইংলিশ ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন। লিভারপুলে দারুণ সময় কেটেছে মাতিপের। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির সদস্য ছিলেন তিনি। পরের বছর তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে ক্লাবটি পায় প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ। এ ছাড়া এই সময়ে এফএ কাপ ও দুটি লিগ কাপও জেতেন মাতিপ।
গত ডিসেম্বরে সবশেষ মাঠে নামেন মাতিপ। ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে ৪-৩ গোলে জেতা ওই ম্যাচে ৬৯ মিনিট খেলেন তিনি। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোট নিয়ে ছাড়েন মাঠ। এরপর আর মাঠে নামা হয়নি তার। সেটাই হয়ে রইল পেশাদার ফুটবলে তার শেষ ম্যাচ।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ ম্যাচ খেলেন মাতিপ। ১১ গোল করার পাশাপাশি ৬টিতে করেন অ্যাসিস্ট।
২০০৯ সালে জার্মানির ক্লাব শালকের হয়ে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন তিনি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলেছেন শালকের জার্সিতে, ২৫৮টি। সেখানে ২৩ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন তিনি। জার্মানিতে জন্ম নেওয়া মাতিপ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন ক্যামেরুনের হয়ে। আফ্রিকার দেশটির জার্সিতে ২৭ ম্যাচে মাঠে নামা এই ফুটবলার ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেছেন। ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলেননি তিনি।