ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডে খেলবে ঢাকা মোহামেডান। ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এ আসর হবে। পশ্চিমবঙ্গ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মোহামেডানকে আমন্ত্রণ জানালে তাতে সাড়া দেয় ক্লাব ম্যানেজমেন্ট। ১৯৯৬ সালে শেষ বারের মতো আইএফএ শিল্ডে খেলেছিল মোহামেডান। সেবার এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করে ইস্টবেঙ্গলের সঙ্গে। অতিরিক্ত ৩০ মিনিটে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত হেরে রানার্সআপ হয় মোহামেডান। ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফাইনালে এগিয়ে থেকেও শেষের দিকে কলকাতা মোহামেডান ম্যাচে সমতা ফেরায়। অবশ্য টাইব্রেকারে হেরে যায় শেখ জামাল। বাংলাদেশের প্রথম দল হিসেবে আইএফএ শিল্ডে অংশ নিয়েছিল ঢাকা আবাহনী। কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিয়েছিল। মোহামেডানের ফুটবল সেক্রেটারি আবু হাসান চৌধুরী প্রিন্স এবার অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন, ‘আয়োজকরা ২৪ সদস্যের প্রতিনিধির কথা বললেও আমরা তা বাড়িয়ে ৩০ জন করার কথা বলেছি। আশা করি তারা আপত্তি করবে না।’ উল্লেখ্য, আইএফএ শিল্ডের ১২৫তম আসর ঘিরে গত বছর থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। দুই বাংলা মিলে টুর্নামেন্ট হবে বলে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও আমন্ত্রণ জানানো হয়। গত জানুয়ারি মাসে তা হওয়ার কথা ছিল।