আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামছে বি গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড ও তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল। খেলায় ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে এই গ্রুপ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড হারলেও সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে। রানরেটের ওপর নির্ভর করছে আফ্রিকার সেমিফাইনাল নাকি বিদায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইংলিশরা। স্কটল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে বাংলাদেশ ও স্কটল্যান্ডকে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ৪ পয়েন্ট নিয়ে তিনে ক্যারিবিয়ান মেয়েরা।
আজকের ম্যাচটি হবে উভয় দলের জন্য একটি নকআউট খেলা। জয়ী দল সরাসরি সেমিফাইনাল খেলবে। তবে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নির্ভর করছে রানরেটের ওপর। কারণ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেও সেমিফাইনাল খেলতে পারে। যদি তাদের পরাজয়ের ব্যবধান কম হয়। ২০২৩ সালের বিশ্বকাপে পার্লেতে ইংল্যান্ড হারয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।