উয়েফা নেশন্স লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। আর ইসরায়েলকে ৪-১ গোলে হারাল ইতালি। ৩ নম্বর গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল জার্মানি। সোমবার রাতে ব্রাসেলসে আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল ১০ জনের ফ্রান্স। গোল দুটি করেন কুলো মুয়ানি। এমবাপ্পেবিহীন ফ্রান্সে পুরো ম্যাচজুড়ে মুয়ানির পারফরম্যান্স ছিল নজরকাড়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে ম্যাচের শেষের দিকে মাঠ ছাড়েন ফরাসি ফুটবলার চুয়ামেনি।
জয় খরা কাটানোর সুযোগ পেয়েও শুরুতে পেনাল্টি মিস করেন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলেমানস। পরে ৩৫ মিনিটে স্ট্রাইকার কুলো মুয়ানির পেনাল্টি গোল এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু প্রথমার্ধের শেষে ১-১ সমতায় ফেরান বেলজিয়ামের লুইস ওপেন্ডা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবারও ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি করেন কুলো মুয়ানি। সেই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। চার ম্যাচেই হেরে তলানিতে ইসরায়েল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার শঙ্কায় বেলজিয়ামের। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বেলজিয়াম শেষ দুটি ম্যাচ খেলবে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে।
এদিকে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল ইতালি। ইতালির হয়ে লরেঞ্জো ২টি, পেনাল্টি থেকে রেতেগুই ও ফ্রাত্তেসি ১টি করে গোল করেন। গোল করে ব্যবধান কমান ইসরায়েলের আবু ফানি। এ লিগের ৩ নম্বর গ্রুপের আরেক হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জার্মানি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দলটি। ম্যাচের প্রথমার্ধে কেউ গোল না পেলেও দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া জার্মান উইংগার জেমি লেওয়েলিং। এ জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জার্মানি। দুইয়ে নেদারল্যান্ডস, তাদের পয়েন্ট ৪ ম্যাচে ৫। এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে হাঙ্গেরি ৫ পয়েন্ট নিয়ে তিনে। তলানিতে বসনিয়ার পয়েন্ট ১।