সাদা পোশাক আর লাল বলে দীর্ঘদিন ব্যর্থতার গল্প লিখছেন বাবর আজম। কালেভদ্রে পান রানের দেখা। রান খরায় বছর দুয়েক। সর্বশেষ ১৮ ইনিংসে নেই কোনো অর্ধশতক। অন্যদিকে পাকিস্তানও পারছে না হারের খরা গোছাতে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ও মুলতানে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে অবিশ্বাস্য হারের রেকর্ড। তাই মুলতানে দ্বিতীয় টেস্টের আগে দলে বড় রকমের পরিবর্তন এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছন্দে না থাকায় বাদ পড়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। তবে দ্বিতীয় টেস্টে বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করায় ফখর জামানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে পিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফখর লিখেন, ‘বাবরকে বাদ দেওয়ার বিষয়ে কথা শুনতে হচ্ছে, যা চিন্তার বিষয়। ২০২০-২০২৩ সালে বিরাট কোহলির খারাপ সময়ে তাকে বাদ দেয়নি ভারত।
তখন তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আমরা যদি আমাদের সেরা ব্যাটার, তর্কযোগ্যভাবে পাকিস্তানের সব সময়ের সেরা ব্যাটসম্যানকে বাদ দেওয়ার কথা ভাবি, এটি দলের প্রতি নেতিবাচক বার্তা দেবে। প্যানিক বাটন চাপ দেওয়ার আগে এখনো সময় আছে। মূল ক্রিকেটারদের অবমূল্যায়ন করার বদলে তাদের সুরক্ষিত করা উচিত।’ তাই বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটকে অসম্মান করায় ফখর জামানকে এমন নোটিস দেওয়া হয়েছে।