মিরপুর টেস্ট খেলতে গত রাতে ঢাকায় পা রাখার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু নিরাপত্তাহীনতায় ঢাকায় আসেননি সাবেক অধিনায়ক। ৩৭ বছর বয়সি সাকিব মিরপুর টেস্ট খেলতে না পারেন, সে জন্য গতকাল দিনভর উত্তাল ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকা। হাতে ছিল সাকিববিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। শুধু সেøাগান নয়, প্রতিবাদকারীরা সাকিবকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন বিসিবিকে। মিরপুরের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কুশপুতুল দাহ করা হয়। এ ছাড়া মিরপুর স্টেডিয়ামে দেওয়ালগুলো সাকিবের বিরুদ্ধাচরণ করে নানা গ্রাফিতি লেখা। গতকাল কয়েক ঘণ্টার প্রতিবাদে সাকিবের টেস্ট খেলার দৃশ্যপট পাল্টে যায়। অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হতে পারে বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবিকে পরামর্শ দিয়েছেন সাকিবকে দেশে না ফেরার। তিনি বলেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে, তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোন প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে।’ দেশের পরিস্থিতি জটিল বলে সাকিব দুবাই থেকে বলেন, ‘তিনি এখন কোথায যাবেন, জানেন না। তবে এ মুহূর্তে দেশে ফিরছি না এটা নিশ্চিত।’
কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলার আগে সাকিব জানিয়েছিলেন, তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান। এ জন্য তিনি বিসিবির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু বিসিবি তাকে জানিয়ে দেয়, নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন গার্মেন্টকর্মী হত্যার আসামি করা হয় সাকিবকে। শুধু তাই নয়, শেয়ারবাজারে কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। এত কিছুর পরও সাকিব তার ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলুক, চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। সরকারের সবুজ সংকেত পেয়ে সাকিব রওনা দেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দুবাই আসার পর প্রতিবাদের কথা স্মরণ করিয়ে বিসিবি জানায় তাকে দেশে না ফিরতে। এরপরই সাবেক অধিনায়ক থেকে যান দুবাই। ঢাকায় ফেরার ফ্লাইট বাতিল করেন।
গতকাল সকাল থেকেই কপালে বাংলাদেশের লাল-সবুজ পতাকা লাগিয়ে ছাত্ররা উপস্থিত হতে থাকেন মিরপুর স্টেডিয়াম এলাকায়। বেলা ১১টার মধ্যে শত শত শিক্ষার্থী উপস্থিত হন সাকিববিরোধী প্ল্যাকার্ড হাতে। তারা স্টেডিয়ামের মূল গেটে বিক্ষোভ করেন ‘মিরপুর ছাত্র-জনতা’র ব্যানারে। তারা যে স্মারকলিপি জমা নেন, তাতে লেখা ‘সাকিবকে খেলানো হলে ম্যাচের দিন কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এখন ঢাকায়। ২১-২৫ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট খেলবে দুই দল। সাকিবের পরিবর্তে কোনো ক্রিকেটারকে এখনো অন্তর্ভুক্ত করেনি স্কোয়াডে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। গতকাল সকালে অনুশীলন ছিল নাজমুল বাহিনীর। কিন্তু প্রতিবাদকারীদের আন্দোলনের জন্য অনুশীলন হয়নি। বিকালে ছিল প্রোটিয়াদের অনুশীলন। ক্রিকেটারদের অনুশীলন নি-িদ্র ও নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই টাইগার টিম ম্যানেজমেন্ট মিরপুর স্কোয়াডে নিয়েছিলেন সাকিবকে। কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করে বিচারের দাবি ও টেস্ট স্কোয়াড দেখে বাদ দেওয়ার দাবি জানায় প্রতিবাদকারীরা। সাকিবের না ফেরার বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘সাকিব খেললে টেস্ট চলাকালীন মাঠে যদি কোনো রকম ঝামেলার সৃষ্টি হয়, তখন বিষয়টি বিশ্বব্যাপী একটি নেতিবাচক মেসেজ যাবে। এ ছাড়া কেউই মাঠে নিরাপত্তা দিতে পারবে না। পুরো স্টেডিয়ামে নিরাপত্তা দেওয়া কঠিন।’
সাকিবের দেশে না ফেরায় প্রায় একটি বিষয় নিশ্চিত হয়েছে, কানপুরেই সাকিব তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন। ঘরের মাঠে তার আর খেলা হচ্ছে না। ডিসেম্বর-জানুয়ারি বিপিএলেও না খেলার শঙ্কা দেখা দিয়েছে।