বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। গতকাল দ্বিতীয় দিন বৃষ্টি হয়নি। কিন্তু দিনভর মেঘের চাদরে ছিল বেঙ্গালুরুর আকাশ। ফ্লাড লাইট জ্বালিয়ে খেলানো হয়েছে। আবহাওয়া ছিল পুরোপুরি পেস সহায়ক। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সিদ্ধান্ত যে ভুল ছিল, ৪৬ রানে অলআউটের পর তা স্পষ্ট হয়েছে। ভারত তার টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় ডুবেছে। দলটির সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ৩৬ রান। ২০২০ সালে অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হয়েছিল। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৮০ রান। আজ ১৩৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে টিম সাউদির নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ২৬ রানে।
ম্যাচে ভারত শুধু ৪৬ রানেই গুটিয়ে যায়নি। অনেক রেকর্ডও গড়েছে। চার বছর আগে অ্যাডিলেডে প্রথমবার গোলাপি বলের দিবা-রাত্রির উইকেটে টেস্ট খেলেছিল। ৩৬ রানে অলআউট হয়েছিল। যদিও মোহাম্মদ শামি হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠে নামেননি। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে লজ্জার অলআউট হলেও সিরিজ জিতেছিল ভারত। ৪৬ রানে অলআউট দেশের মাটিতে সর্বনিম্ন অলআউটের লজ্জা। দেশটির দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ১৯৭৪ সালে। সেবার ভারত ৪২ রানে অলআউট হয়েছিল লর্ডসে। শয়ের নিচে আরও কয়েকবার অলআউট হয়েছে ভারত। অথচ দেশটি টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। কয়েকদিন আগে ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। ভারতের ইনিংসে পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যা নতুন রেকর্ড। ইয়াশভি জয়সোয়াল ১৩ ও ঋষভ পান্থ ২০ রান করেন। এ ছাড়া অধিনাযক রোহিত ২, বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন শূন্য রান করেন। শীর্ষ ৮ ব্যাটারের পাঁচজনের শূন্য রানে আউট হওয়ার ঘটনা দ্বিতীয়। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ৮ ব্যাটারের পাঁচজন শূন্য রান করেছিলেন। নয়ডায় অবশ্য নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্টের পাঁচ দিনই কোনো খেলা হয়নি বৃষ্টিতে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংস, ৪৬/১০, ৩১.২ ওভার (ইয়াশভি জয়সোয়াল ১৩, রোহিত শর্মা ২, বিরাট কোহলি ০, সরফরাজ খান ০, ঋষভ পান্থ ২০, লোকেশ রাহুল ০, রবীন্দ্র জাদেজা ০, রবীচন্দ্রন অশ্বিন ০, কুলদ্বীপ যাদব ১, জশপ্রীত বুমরাহ ২, মোহাম্মদ সিরাজ ৪। টিম সাউদি ৬-৪-৮-১, ম্যাট হ্যানরি ১৩.২-৩-১৫-৫, ও’ রুকে ১২-৪-২২-৪)।
নিউজিল্যান্ড : প্রথম ইনিংস, ১৮০/৩, ৫০ ওভার (টম লাথাম ১৫, ডেভন কনওয়ে ৯১, উইল ইয়ং ২২, রাচিন রবীন্দ্র ২০*, ড্যারেল মিচেল ১৪*। জশপ্রীত বুমরাহ ১০-৪-২৩-০, মোহাম্মদ সিরাজ ৭-১-২১-০, রবীচন্দ্রন অশ্বিন ১১-০১-৪৬-১, কুলদ্বীপ যাদব ১২-১-৫৭-১, রবীন্দ্র জাদেজা ১০-০-২৮-০)।