চন্ডিকা হাথুরাসিংহকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও বাতিল করা হয়েছে। এর আগে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিস দিয়ে বরখাস্ত করারও সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। গতকাল বিসিবির জরুরি জুম সভায় হাথুরার বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। আইসিসির মিটিংয়ে দুবাইয়ে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভার্চুয়ালি এবং দেশে থাকা পরিচালকরা সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৪৮ ঘণ্টার শোকজ নোটিস ও একই সময়ের মধ্যে তাঁকে বরখাস্তের কথা জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বুধবার হাথুরা নোটিসের জবাব দেন। বিসিবির আচমকা সিদ্ধান্তে আইনি আশ্রয় নিতে পারেন জাতীয় দলের সাবেক কোচ। বিষয়টি জুম বৈঠকেও আলোচনা হয়েছে। মামলা করলে বিসিবির কী করণীয়, সে ব্যাপারে মতামত দেন পরিচালকরা।