মাঠে লড়ছে ভারত ও পাকিস্তান। তবু ম্যাচটি বাংলাদেশের কাছেও গুরুত্ব ছিল। কেননা সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুটি দেশই বাংলাদেশের প্রতিপক্ষ। ২০ অক্টোবর পাকিস্তানও ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাই দুই দেশে খেলা দেখতে সাবিনা খাতুন, মারিয়ারা ছুটে গিয়েছিলেন দশ রথ স্টেডিয়ামে। কার কেমন শক্তি তাতো বুঝতে হবে। ১০ প্রবাসী ফুটবলার পাকিস্তানকে দলকে শক্তিশালী মনে হয়েছিল। কিন্তু শুরুতেই বিধ্বস্ত হয়েছে। ২-৫ গোলে হেরে গেছে পাকিস্তান। শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলেছে পাকিস্তান। ছয় মিনিটে ম্যাচ দাং মি গোল করে ভাবতকে এগিয়ে রাখেন। এরপর মনিষা, বানাদেবি হিবানি ও জ্যাতি ১টি করে গোল করেন। পাকিস্তানের সুহা ও কায়লা সিদ্দিকি দুই গোল করে ব্যবধান কমান।