জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্দ্রিকা হাথুরাসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে চুক্তিও বাতিল হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে ক্রিকেটার নাসুমের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভাঙার দায়ে হাথুরাকে বহিষ্কার করা হয়। সাবেক এ কোচ অভিযোগ করেছেন, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি সত্যিকারে এমন কাজ করেছি কি না তা জানতেও চাওয়া হয়নি। এ জন্য তিনি আইনি লড়াইয়ের কথা ভাবছেন।
গতকাল গণমাধ্যমে হাথুরা একটি বিবৃতি পাঠিয়েছেন। তিনি সেখানে লেখেন ‘এসব অভিযোগ পূর্বপরিকল্পিত। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি আমাকে অপসারণের ইচ্ছার কথা জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। এরপর আরেক প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিস দেওয়া হয়। যা দেখে আমি বিস্মিত। সেখানে বলা হয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ করা জন্য ৪৮ ঘণ্টার সময় দেওয়া হলো। অথচ এরই মধ্যে জানতে পারলাম আমি চাকরিচ্যুত। চাকরি যেতে পারে, কিন্তু এর তো বিধিমালা রয়েছে। এতে আমার যথেষ্ট মানহানি হয়েছে। কী ব্যবস্থা নেব তা আইনজীবীর পরামর্শ নেব।’