২৫ নভেম্বর, ২০১৫ ২১:৩৪

আল আমিন-শহীদকে জরিমানা

অনলাইন ডেস্ক

আল আমিন-শহীদকে জরিমানা

বিপিএলে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেছেন আল-আমিন। দুর্দান্ত এই অর্জনের দিনেও কালিমা লেগে থাকল এই পেসারের গায়ে।

কারণ মোহাম্মদ শহীদের বলে বোল্ড হওয়ার পর অপেশাদার আচরণ করেছেন আল-আমিন। সঙ্গে শহীদও জড়িয়েছেন বিবাদে। এই ঘটনায় উভয়কে জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

ম্যাচে বরিশাল শুরুতে ব্যাট করে। ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে শহীদের বলে বোল্ড হয়েছেন আল-আমিন। উইকেট নেওয়ার পর শহীদের উদযাপনে সময় চোখে-মুখে বিরক্তি ভাব ফুটে ওঠে আল-আমিনের। শহীদের উদ্দেশে বিড়বিড় করে কিছু একটা বলতে দেখা গেছে তাকে। পরে কাছাকাছি এসে শহীদের গায়ে ধাক্কাও দিয়েছেন বরিশালের এই খেলোয়াড়। এই ঘটনায় ম্যাচশেষে দু’জনকেই জরিমানা করা হয়েছে।

অপরাধের মাত্রা অনুযায়ী বেশি জরিমানা করা হয়েছে আল-আমিনকে। জরিমানা হিসেবে তাকে দিতে হবে ৪০ হাজার টাকা। আর শহীদকে গুনতে হবে ৩০ হাজার টাকা।

বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর