২৬ নভেম্বর, ২০১৫ ১২:৩৬

নাগপুরে ৭৯ রানে অলআউট প্রোটিয়ারা!

অনলাইন ডেস্ক

নাগপুরে ৭৯ রানে অলআউট প্রোটিয়ারা!

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের নাগপুরে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে গেছে। ভারতীয় স্পিনারদের হাতেই প্রোটিয়াদের ব্যাটিংয়ে এই ধস নামে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৪টি উইকেট। আরেক স্পিনার অমিত মিশ্র নিয়েছেন বাকি ১টি উইকেট।
ভারতের বিপক্ষে কোনো দেশের টেস্টে এটাই সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯০ সালে ছত্রিশগড়ে শ্রীলংকা ৮২ রানে অলআউট হয়েছিল।
প্রোটিয়ােদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন জন পল ডুমিনি। আর তাদের বাকি ৯ খেলোয়াড়ের সম্মিলিত সংগ্রহ ৪৪ রান। তাদের রান সংগ্রহের হাল হচ্ছে এমন এলগার ৭, ভ্যান জিল ০, ইমরান তাহির ৪, হাশিম আমলা ১ রান, এবি ডি ভিলিয়ার্স ০, ডু প্লেসিস ১০, ভিলাস ১, হারমার ১৩, কাগিসো রাবাদা ৬ ও মরনি মরকেল ১ রান।
এদিকে, নাগপুর টেস্টে গতকাল টসে জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ২১৫ রান সংগ্রহ করে। এই টেস্টের অাজ দ্বিতীয় দিন চলছে। ১৩৬ রানে এগিয়ে ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। আজ লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ভারত কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর