২৮ নভেম্বর, ২০১৫ ১২:৪৫

জাহানারাদের সামনে দাঁড়াতেই পারলো না থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

জাহানারাদের সামনে দাঁড়াতেই পারলো না থাইল্যান্ড

শুধু এলো আর গেল, শেষ হয়ে গেল ম্যাচ। বোলারদের অসামান্য কৃতিত্বে বড় জয় দিয়েই ২০১৬-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শুভ সূচনা করলো বাংলাদেশের মেয়েরা। শনিবার ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট মাঠে 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান করে জাহানারা আলমের দল। জবাবে ১৪.৪ ওভারে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের বোলারদের তোপের মুখে ২০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা, ১৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৩২ রানেই।

স্বাগতিকদের ইনিংসে একমাত্র চানিদা সুত্থিরুয়াং (১৩) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ছয় ব্যাটসম্যানই ডাক মেরেছেন! সোরায়া লাতেহ অপরাজিত থেকে রানের খাতা খুলতেই পারেননি।

রবিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জয়ে শুরু করা বাংলাদেশ।

বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর