১ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৫

ব্যালন ডি'অরে নেইমার, বার্সার লোকসান

অনলাইন ডেস্ক

ব্যালন ডি'অরে নেইমার, বার্সার লোকসান

 প্রথমবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু এতে মোটেই খুশি হতে পারছে না নেইমারের ক্লাব বর্তমান বার্সেলোনা। কারণ নেইমারের এমন সাফল্যের জন্য বার্সাকে ২ মিলিয়ন ইউরোর ব্যয় করতে হচ্ছে। এ অর্থ পাবে নেইমারের সাবেক ক্লাব সান্তোস।

সোমবার আনুষ্ঠানিকভাবে ৩ জনের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ফিফা। তালিকায় লিওনেল মেসির সঙ্গে সেরা তিনে জায়গা করে নেন নেইমার। সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় যোগ দেন নেইমার। তখনই নাকি দুই ক্লাবের সঙ্গে সমঝোতা হয়, নেইমার ব্যালন ডি’অরের শীর্ষ তিনজনের তালিকায় থাকলে সান্তোসকে ২ মিলিয়ন ইউরো দেবে স্প্যানিশ জায়ান্টরা।

চুক্তির শর্ত অনুযায়ী, আগামী বছরও যদি ব্রাজিলিয়ান সেনসেশন সেরা তিনে জায়গা করে নেন সেক্ষেত্রেও বার্সাকে একই পরিমান অর্থ দিতে হবে। যেভাবে দুর্দান্ত গতিতে ছুটছেন তাতে করে ২০১৬ ব্যালন ডি’অরই না জিতে নেন নেইমার!

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর