১৯ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫২

এবার সোনার ব্যাটে গ্যালারি মাতাবেন গেইল

অনলাইন ডেস্ক

এবার সোনার ব্যাটে গ্যালারি মাতাবেন গেইল

বর্তমানে টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিসের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। জাতীয় দল তো বটেই সারা বিশ্বের ঘরোয়া টি-২০তে তার ব্যাট হাতে নামা মানে স্কোরবোর্ডে শুধু রান নয় যেন সোনা ফলে। কিন্তু এবার সেই সোনা ফলবে সোনার ব্যাটে। হ্যাঁ, টি-২০ ক্রিকেটের সোনার ছেলে গেইল এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাস লিগ খেলতে নামবেন সোনার ব্যাট নিয়ে।

ট্রেন্ডসেটার গেইল এবার ব্যাটে নতুন ট্রেন্ডসেট করছেন। গেইলের ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টান সোনার দিয়ে মোড়ান এই ব্যাট বিশেষভাবে প্রস্তুত করেন। গাব্বায় বিগ ব্যাস লিগে মেলবোর্ন রেনেগাদেস ও ব্রিসবেন হিট-এর মধ্যে ম্যাচে সোনার ব্যাট দিয়েও চার-ছক্কা মারতে দেখা যাবে এই ক্যারিবিয়ান তারকাকে। প্রথমে কিছুটা আপত্তি করলেও শেষ অবধি ক্রিকেট অস্ট্রেলিয়া গেইলকে সোনার ব্যাটে খেলার ছাড়পত্র দিচ্ছে।

ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টান-এর প্রধান কুণাল শর্মা জানান, সোনালি রঙের এই ব্যাটটা দেখলে যে কেউ দৃষ্টি ফেরাতে পারবে না। কারণ ক্রিকেটে এত সুন্দর ব্যাট এর আগে দেখা যায়নি।

বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর