২৩ ডিসেম্বর, ২০১৫ ১২:৪৫

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

অনলাইন ডেস্ক

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

এ বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ। স্যার গারফিল্ড সোর্বাস ট্রফি জেতার পাশাপাশি আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই অজি ক্রিকেটার।

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এ নিয়ে টানা দু’বার এই পুরস্কার পেলেন প্রোটিয়া অধিনায়ক। আর চলতি বছরের ১১ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ৫৬ বলে ১১৯ রান করার জন্য টি-২০তে বর্ষসেরা পারফরমার নির্বাচিত হয়েছেন ডি ভিলিয়ার্সের জাতীয় দল সতীর্থ ফাফ ডু প্লেসিস।

১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ এই সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়েছে।  এই সময়ের ব্যবধানে টেস্টে ২৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ছ’টি হাফ-সেঞ্চুরিসহ ১,৭৩৪ রান করেছেন স্মিথ। ২০১৫ বিশ্বকাপ জেতার পেছনেও বড় অবদান ছিল স্মিথের।  

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ৯ ম্যাচে সর্বোচ্চ ৪২৫ রান করার সুবাদে টেস্ট খেলেড়ু দেশের বাইরে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের খুররাম খান। দলকে অনুপ্রাণিত করে বিশ্বকাপের ফাইনালে তোলার সুবাদে আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর বর্ষসেরা আম্প্যায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড রিচার্ড কেটেলব্রো।

এক নজরে ২০১৫ সালের পুরস্কার প্রাপ্তরা:

আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার- এবি ডি ভিলিয়ার্স
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- ফ্যাফ ডু প্লিসি
আইসিসি উইমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার- মেগ ল্যানিং(অস্ট্রেলিয়া)
আইসিসি উইমেন টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্ট্যাফিনি টেলর (ও ইন্ডিজ)
আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার- জোস হ্যাজেলউড
আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার-খুরাম খান (ইউএই)
আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- ব্রেন্ডন ম্যাকালাম
আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার- রিচার্ড কেটেলব্রো

সর্বশেষ ছয় বর্ষসেরা:


স্টিভেন স্মিথ (অস্ট্রেয়িলা) -২০১৫
মিচেল জনসন (অস্ট্রেলিয়া) -২০১৪
মাইকেল ক্লার্ক (অস্ট্রেয়িলা) -২০১৩
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) -২০১২
জোনাথন ট্টট (ইংল্যান্ড) -২০১১
শচীন টেন্ডুলকার (ভারত) -২০১০

বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর