৫ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০৯

আমিরের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক

আমিরের হ্যাটট্রিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরের ব্যক্তিগত প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। শুক্রবার সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের লাহোর বিপক্ষের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। পরে তার দল করাচি কিং সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূণ্যে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

এদিন, দ্বিতীয়, চতুর্থ ও ১৭তম ওভার করে ২৪ রান দিয়ে কোনো উইকেটশূন্য থাকেন আমির। কিন্তু ১৯তম ওভারে বল হাতে এসে ভেল্কি দেখান এই পেসার। প্রথম বলে ব্রাভো ২ রান নেন। পরেই বলেই তাকে বোল্ড করেন আমির। তৃতীয় বলে সাইফুল্লাহকে উইকেটরক্ষকের তালুবন্দি করান। আর চতুর্থ বলে কেভিন কুপারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন।

এই হ্যাটট্রিকের সুবাবে যতদিন পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে, ততোদিন প্রথম হ্যাটট্রিককারী হিসেবে আমিরের নাম উচ্চারিত হবে। কারণ তিনি এই লিগের প্রথম হ্যাটট্রিককারী বোলার। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ আমির।

বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর