৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:৩৮

ভারোত্তোলনে সাথীর রৌপ্য জয়

অনলাইন ডেস্ক

ভারোত্তোলনে সাথীর রৌপ্য জয়

১২তম এসএ গেমসের তৃতীয় দিন রবিবার বাংলাদেশকে আরও একটি রৌপ্য পদক এনে দিয়েছেন রোকেয়া সুলতানা সাথী। মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে দুই পদ্ধতিতে মোট ১৬৯ (৭৫ ও ৯৪) কেজি তুলে রৌপ্য পান সাথী।

এই বিভাগে (৮৬ ও ১০৮) মোট ১৯৪ কেজি তুলে স্বর্ণ জেতেন স্বাগতিক ভারতের রাখি হালদার। শ্রীলঙ্কার চাতুরিকা প্রিয়াংথি (৭১ ও ৯০) মোট ১৬১ কেজি তুলে ব্রোঞ্জ পদক জয় করেন।

সাথীর এই রৌপ্য পদক জয়ের মধ্য দিয়ে আজ রবিবার ভারোত্তোলন ইভেন্টে মেয়েদের তিনটি ওজন শেণিতেই পদক পেল বাংলাদেশ। মাবিয়া আক্তার সীমান্ত জয় করেন স্বর্ণ পদক। এ ছাড়া ফুলপতি চাকমা ও রোকোয়া সুলতানা সাথী দু'জনে পান রৌপ্য পদক।

তৃতীয় দিন শেষে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২৮টি স্বর্ণ, ১২টি সিলভার ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৪৩ পদক নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য আর ১৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ৩৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর