৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৬

লঙ্কানদের হারিয়ে ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক

লঙ্কানদের হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলংকাকে ৯৭ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৬৭ রান করে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। জবাবে ৪২.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় শ্রীলংকার যুবারা।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত তিনবারের চ্যাম্পিয়ন। অপরদিকে শ্রীলংকা এখনও কোন শিরোপা জিততে পারেনি। এমনই এক সমীকরণকে সামনে রেখে সকালে টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলংকা অধিনায়ক চারিথ আশালঙ্কা।

ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু বিপদে পড়ে ভারত। গত ম্যাচে সেঞ্চুরি করা রিসবাহ পান্তে আউট হয়ে যান দলীয় ২৩ রানে। দলীয় ২৭ রানে, ব্যাক্তিগত ৭ রানে আউট হয়ে যান ইশান-কিশান। ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন আমলপ্রিত সিং এবং সরফরাজ খান। দু’জন মিলে ৯৬ রানের জুটি গড়েন। আউট হওয়ার আগে ৭১ বলে ৫৯ রান করেন সরফরাজ খান। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আরও ৭০ রানের জুটি গড়েন আমলপ্রিত সিং। দলীয় ১৯৩ রানে ৭২ রান করে আউট হন আমলপ্রিত। ওয়াশিংটন সুন্দর করেন ৪৫ বলে ৪৩ রান।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রান। শ্রীলংকান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন আসিথা ফার্নান্দো। ৪৩ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা এবং থিলান নিমেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে লংকান ব্যাটসম্যানরা। ১৩ রানের মধ্যে ২ উইকেট, ৪২ রানে ৩টি, ৯১ রানে হারায় ৪ উইকেট। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কান শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কামিন্দু মেন্ডিস। এছড়া শাম্মু আশান ৩৮ এবং ২৮ রান করেন ভিসাদ চন্ডিকা। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে আরেক সেমিফাইনালের বিজয়ী বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।

বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর