১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:৫৬

যে বিজ্ঞাপন করে তোপের মুখে রোনালদো (ভিডিও)

অনলাইন ডেস্ক

যে বিজ্ঞাপন করে তোপের মুখে রোনালদো (ভিডিও)

ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে ভক্তদের তোপের মুখে পড়েছেন তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডের বিজ্ঞাপনটি দেখার পর অনেক সমর্থক তাকে বাদ দিয়ে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন।

ইসরায়েলের একটি টেলিভিশন নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান হট ইন্টারনেটের বিজ্ঞাপনে অংশ নেন রোনালদো। এতে দেখা যায়, ইসরায়েলের তিন ফুটবলারকে অবাক করে দিয়ে তাদের ড্রেসিংরুমে হাজির হয়েছেন রোনালদো। আর তাদের মধ্যে আলাপচারিতায় বেরিয়ে আসে, হটের ইন্টারনেটের গতি রোনালদোর চেয়েও বেশি। রোনালদো নিজেই তার টুইটার অ্যাকাউন্টে বিজ্ঞাপনটির কথা উল্লেখ করে ভিডিও লিংক দেন।

রোনালদো ইসরায়েলের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ফিলিস্তিন ও আরব বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। ইউটিউবে বিজ্ঞাপনটির ভিডিওর নিচে একজন লিখেছেন, ''আমি রোনালদোকে ভালোবাসি; কিন্তু যখন আমি এই ভিডিওটা দেখলাম, তখন থেকে আমি তাকে ঘৃণা করি।''

আবার এ বিজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে ইসরায়েলবাসী। তাদের একজন লিখেছেন, ''অসাধারণ! চমৎকার বিজ্ঞাপন! তোমাকে শিগগিরই ইসরায়েলে দেখার আশা করছি।… তোমার এখানে অনেক ভক্ত আছে।''

রোনালদোর ফেইসবুক পোস্টের নিচে একজন লেখেন, ''ইতিহাসের ভুল দিকে আছো তুমি.. তুমি ভীষণ প্রতারক…ইসরায়েলের কাছে তুমি তোমার আত্মা বিক্রি করায় গাজা ও ফিলিস্তিনের নিপীড়িত শিশুরা কখনও তোমাকে ক্ষমা করবে না।''

এ বিষয়ে অবশ্য রোনালদোর কোন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে পাওয়া যায়নি।

 

বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর