২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০৮:১৬

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশে সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষে বড় জয়ে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগাররা।  তাই হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে আজ উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ জিতলেও ওই দিন অবশ্য ভালো হয়নি বাংলাদেশের ব্যাটিংটা। তবে বোলাররা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছিলেন। এ কারণে আজ ম্যাচে যদি পরিবর্তনও আসে সেক্ষেত্রে ব্যাটিংয়ে। আর সেটা হলে ইমরুল কায়েসকে সেরা একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে নুরুল হাসান সোহানকে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. সৌম্য সরকার
২. মোহাম্মদ মিথুন
৩. সাব্বির রহমান
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নুরুল হাসান সোহান
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. তাসকিন আহমেদ
১০. আল-আমিন হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর