২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৯

টস জিতে টাইগারদের ব্যাটিং

অনলাইন ডেস্ক

টস জিতে টাইগারদের ব্যাটিং

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা। নিজেদের তৃতীয় এ ম্যাচটিতে জয়ের কোন বিকল্প নেই মাশরাফি বাহিনীর। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে আগে ব্যাট করার সিদ্ধান্তকেই যৌক্তিক মনে করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কঠিনতম প্রতিপক্ষের একটি শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে চার ম্যাচের সবকটিতেই হার বাংলাদেশের। আজকে জয় তুলে নিতে পারলে সেই ক্ষতটা হয়ত অনেকটাই শুকিয়ে যাবে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফর্মে কেউ যেন কারও চেয়ে কম নয়। সবশেষ খেলা পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে তিনটি ম্যাচে। অপরদিকে, শ্রীলঙ্কাও তাদের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে, হেরেছে তিনটিতে। সবশেষ তারা ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ চার ম্যাচ সিরিজে ২-২ এ সমতা রাখে।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হারে টাইগাররা। তবে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের বড় জয় তুলে নেয় সাকিব-সৌম্য-মুশফিক-মুস্তাফিজরা। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারায় লঙ্কানরা। তবে, ব্যাটিং ইনিংসে ১২৯ রানেই গুটিয়ে গিয়েছিল লাসিথ মালিঙ্গার দলটি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
 
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্ডা শ্রীবর্ধানে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামারা কাপুগেদারা, সিহান জয়সুরিয়া, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুসমন্ত চামিরা ও থিসারা পেরেরা।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর