২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৫

মুশফিক আউট

অনলাইন ডেস্ক

মুশফিক আউট

রানআউটের শিকার হয়ে ফিরে গেলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। পঞ্চম ওভারের পঞ্চম বলে নিজের সংগ্রহে ৪ রান নিয়ে আউট হন তিনি। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ওভারের মধ্যেই তিনটি মূল্যবান উইকেট হারালো বাংলাদেশ।

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে রবিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড়ের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলে শূণ্য রানে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে ফিরে যান মোহাম্মদ মিথুন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একইভাবে কোনো রান ছাড়া ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। পঞ্চম ওভারের পঞ্চম বলে রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।

ব্যাট করছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়েছে।

পরপর উইকেট পতমের মুখে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে হাল ধরেছেন সাব্বির রহমান। ৬ ওভার শেষে ১৯ বল খেলে ৩৫ রান তুলে নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
 
শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্ডা শ্রীবর্ধানে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামারা কাপুগেদারা, সিহান জয়সুরিয়া, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুসমন্ত চামিরা ও থিসারা পেরেরা।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর