শিরোনাম
১ এপ্রিল, ২০১৬ ২০:৫১

অশ্বিনকে 'ধুয়ে দিলেন' সুনিল গাভাস্কার

অনলাইন ডেস্ক

অশ্বিনকে 'ধুয়ে দিলেন' সুনিল গাভাস্কার

বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। আপাতদৃষ্টিতে সহজ জয় মনে হলেও ম্যাচে ভারতের ভুলগুলোও কম ছিল না। লেন্ডল সিমন্স দুইবার আউট হলেও রিপ্লেতে দেখা যায় দুইটা বলই ছিল নো। প্রথম ক্ষেত্রে বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটে স্পিনারদের নো বল করাটা খুবই দৃষ্টিকটু ব্যাপার হিসেবে ধরা হয়।

তাই বিষয়টি ভারতীয় কিংবদন্তী সুনিল গাভাস্কারের চোখেও খারাপ লেগেছে। অশ্বিনের সমালোচনা করে তিনি বলেন, ''স্পিনারদের কাছ থেকে নো বল করাটা আসলেই গ্রহণ করতে পারিনি। পেস বোলাররা হয়তো বাউন্সার কিংবা ইয়োর্কার দিতে গিয়ে পা একটু ওভারস্টেপ হয়ে নো বল হয়ে যায়; কিন্তু স্পিনারদের কাছ থেকে এটা পুরোটাই অপ্রত্যাশিত। এটা নিয়ে আপনাকে নেটে কঠোর অনুশীলন করতে হবে।''

ওয়েস্ট ইন্ডিজ দল যে ওয়ান ম্যান টিম নয় সেটা প্রমাণ করে দিয়েছে তারা। গেইল ৫ রানে আউট হয়ে যাওয়ার পরও ভারতকে তারা হারায়। ওয়েস্ট ইন্ডিজের প্রশংসা করে গাভাস্কার বলেন, ''ওয়েস্ট ইন্ডিজ কখনোই একজনের উপর নির্ভর করে না। সবাই বিরাট কোহলি এবং গেইলের লড়াইয়ের কথা বলছিল; কিন্তু গেইলের আউটের পর ঠিকই অন্যরা দলকে এগিয়ে নিয়ে গেছে। তাদের অসাধারণ কিছু ক্রিকেটার রয়েছে যারা যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।''

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর