৩ এপ্রিল, ২০১৬ ০৮:৩৪

বার্সাকে হারিয়ে মধুর প্রতিশোধ রিয়ালের

অনলাইন ডেস্ক

বার্সাকে হারিয়ে মধুর প্রতিশোধ রিয়ালের

নভেম্বরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার কাছে ০-৪ গোলের বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লা লিগায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে মেসি, নেইমারদের হারিয়ে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিলো রিয়াল।

করিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে দশজন নিয়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য ব্যবধানটা ৩-১ হতে পারত, যদি ওয়েলস তারকা গ্যারেথ বেলের গোলটি বাতিল না করতেন রেফারি। অন্যদিকে এগিয়ে গিয়ে হার এড়াতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। এই হারের মধ্য দিয়ে বার্সেলোনার ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়ল। 

এদিন, ন্যু ক্যাম্পে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে জেরার্ড পিকের গোলে এগিয়ে যায় বার্সা। তবে তা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ৬ মিনিট পর করিম বেনজেমা দারুণ এক গোল করে সমতায় ফেরে রিয়াল। এরপর ৮২ মিনিটে সার্জিও রামোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় কোনো সুবিধা আদায় করতে পারেনি বার্সালোনা। উল্টো ১০ জনের দল নিয়েও ম্যাচের ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এ জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর