৩ এপ্রিল, ২০১৬ ১৩:৪৪

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ পরিসংখ্যানগত রেকর্ড

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ পরিসংখ্যানগত রেকর্ড

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ সামনে রেখে দেশ দুটির জনগণ ও  পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমিদের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করছে। আজকের ম্যাচের আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দেশ দুটির পরস্পরের বিপক্ষে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ক্যারিবীয়রা জয় পেয়েছে ৯টি ম্যাচে যা টি-২০ তে কোনো দেশের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ সংখ্যক জয়। সেইসঙ্গে ইংল্যান্ড হেরেছে চারটি ম্যাচে যা কোনো দেশের কাছে তাদের সর্বোচ্চ সংখ্যক হার।

টি-২০ ক্রিকেটে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এরকম কিছু পরিসংখ্যান রয়েছে যা নিচে তুলে ধরা হলো :

টি-২০ বিশ্বকাপ : ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে। চারটিতেই হেরেছে ইংলিশরা। এর মধ্যে টি-২০ বিশ্বকাপের চলতি আসরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে ইংলিশরা।
ইংলিশদের বিপক্ষে ৯টি টি-২০ ম্যাচে ক্রিস গেইলের সংগ্রহ ৩৫৪ রান যা কোনো ক্যারিবীয় ক্রিকেটারের দেশটির বিপক্ষে সর্বোচ্চ। একইসঙ্গে ইংল্যান্ডের অালেক্স হেইলস ক্যারিবীয়দের বিপক্ষে ৮ ম্যাচে ৩৪০ রান করেছে যা কোনো ইংলিশ ক্রিকেটারের ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ।

বাউন্ডারির শতকরা হার : টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বাউন্ডারি হাঁকানোর হার ১৯.২৪ শতাংশ যা সুপার টেন শুরুর পর থেকে কোনো দেশের সর্বোচ্চ। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড চার মেরেছে ৭৮টি যা দ্বিতীয় স্থানে অবস্থানকারীর চেয়ে ১৪টি বেশি। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে ৩৬টি ছক্কা মেরেছে যা সর্বোচ্চ। এক্ষেত্রে ৩৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

ডট বলের শতকরা হার : টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ডট বলের হার শতকরা ৪৫.৪৪ যা সুপার টেন শুরুর পর থেকে কোনো দেশের সবচেয়ে বেশি। এ হার ইংল্যান্ডের ক্ষেত্রে ৩৩.৮৫ শতাংশ। ডট বলের হারের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার অবস্থান তৃতীয় যা প্রকৃতপক্ষে ৩৩.৪৮।

প্রতিপক্ষকে বাউন্ডারি দেয়ার হার : আইসিসি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষ থেকে বাউন্ডারি দেয়ার হার শতকরা ১৮.৬১ যা সুপার টেন ধাপ শুরুর পর থেকে কোনো দলের সবচেয়ে বেশি। ইংল্যান্ড এখন পর্যন্ত প্রতিপক্ষকে ৬৮টি চার ও ৪২টি ছক্কা দিয়েছে যা উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ। টি-২০ বিশ্বকাপে সুপার টেন চালুর পর থেকে অন্য কোনো দলই ২৫টির বেশি ছক্কার দেয়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
 
বিডি-প্রতিদিন/৩ এপ্রিল ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর