২ মে, ২০১৬ ২১:২৫

'দৈত্য'ও ঠেকাতে পারলো না মেসির গোল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক

'দৈত্য'ও ঠেকাতে পারলো না মেসির গোল (ভিডিওসহ)

মেসিকে ভিনগ্রহের ফুটবলার বলেন অনেকে। কেউ বলেন সর্বকালের সেরা ফুটবলার। যেভাবেই বিশেষায়িত করা হোক না কেন, লিওনেল মেসি যে ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন সে বিষয়ে কারও দ্বিমত নেই। বিশ্বসেরা গোলরক্ষদের জন্য মূর্তিমান বিভীষিকা তিনি। মনুষ্য সমাজের গোলরক্ষকদের বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দিতে জুড়ি নেই আর্জেন্টিনার ফুটবল জাদুকরের। কিন্তু, গোলপোস্টের সামনে যদি দৈত্যাকার কোনো গোলরক্ষককে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন কী হবে? মেসি কি পারবেন তার জাদুময় ক্ষমতা দেখাতে। জাপানের এশিয়ান টেলিভিশন তেমন চেষ্টাই করেছিল। কিন্তু বৃথা চেষ্টা! মেসি উতরে গেছেন সেই চ্যালেঞ্জও।

গোলপোস্টের সামনে বিশালাকৃতির এক যান্ত্রিক (রোবট) গোলরক্ষককে দাঁড় করিয়ে মেসিকে বলা হয়েছিল গোল করতে। গোলরক্ষকের আকার এতটাই বিশাল যে গোল করার জন্য খুব সামান্য ফাঁক-ফোকর ছিল সেখানে। কিন্তু তাতেও কাজ হয়নি। ৩০ গজ দূর থেকে ফুটবল জাদু দেখিয়ে একের পর এক গোল করেছেন লিওনেল মেসি।

ভিডিও:

বিডি-প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর