২৬ মে, ২০১৬ ২১:০৭

আগুন জালাতে প্রস্তুত মিচেল স্টার্ক

অনলাইন ডেস্ক

আগুন জালাতে প্রস্তুত মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্ক মাঠে ফিরছেন। গত বিশ্বকাপের সেরা ফাস্ট বোলার গত নভেম্বর থেকে সাইডলাইনে। পা ভেঙে যাওয়ায় এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

২৬ বছর বয়সি স্টার্কই টেস্ট ক্রিকেটে দ্রুততম ডেলিভারিটি করেছেন। ১৫৪.৮ কিমিতে তার হাত থেকে ধেয়ে আসা মিসাইলে ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাট ভেঙে দিয়েছিল। ৬ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সিতে ফের মাঠে নামবেন। একদিনের ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ছাড়াও থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত স্টার্ক বলছেন, ‘এই দিনটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। আমার পা এখন পুরো ঠিক। কোনও যন্ত্রনাও নেই। গোড়ালি বা পায়ের পাতাতেও ব্যাথা অনুভব করছি না। শেষ তিন-চার মাস জিম করেছি। এখন পুরোদমে খেলার জন্য প্রস্তুত। তবে মাঠে নেমেই সেই গতিতে বল করতে পারব বলে মনে করছি না। এটার জন্য বেশ কয়েকটা ম্যাচ লাগবে। এখন দেখার বন্দুক থেকে কি বেরিয়ে আসে।’

বিডি-প্রতিদিন/ ২৬ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর