২৭ মে, ২০১৬ ০৮:৪৫

আজ গুজরাটের মুখোমুখি মুস্তাফিজের হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

আজ গুজরাটের মুখোমুখি মুস্তাফিজের হায়দরাবাদ

আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। জিতলেই ফাইনাল। হারলেই বিদায় ও শেষ। একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। তাদের পেছনে ফেলে সেটা দখলে নেয় গুজরাট লায়ন্স।

শীর্ষে থেকে গুজরাট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়। কিন্তু এক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবের কাছে হেরে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া করে। আজ দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

সানরাইজার্স হায়দরাবাদ বুধবার রাতে এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ অর্জন করে। আজকের ম্যাচে গুজরাটকে হারাতে পারলে ২৯ মে ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।

চলুন দেখে নেওয়া যাক হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ।

গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ :
১. অ্যারোন ফিঞ্চ
২. ব্রেন্ডান ম্যাককালাম
৩. সুরেশ রায়না
৪. দিনেশ কার্তিক
৫. ডোয়াইন স্মিথ
৬. রবীন্দ্র জাদেজা
৭. ডোয়াইন ব্রাভো
৮. প্রবীন তাম্বে
৯. ধাওয়াল কুলকারনি
১০. প্রভিন কুমার
১১. শিভিল কৌশিক।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ :
১.  ডেভিড ওয়ার্নার
২. শিখর ধাওয়ান
৩. মইসেস হেনরিকস
৪. যুবরাজ সিং
৫. দীপক হুদা
৬. নামান ওঝা
৭. বেন কাটিং
৮. ভুবনেশ্বর কুমার
৯. বারিন্দার স্রান
১০. বিপুল শর্মা
১১. মুস্তাফিজুর রহমান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর