২৭ মে, ২০১৬ ১১:০৯

কে এগিয়ে রায়না না ওয়ার্নার?

অনলাইন ডেস্ক

কে এগিয়ে রায়না না ওয়ার্নার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসর প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। নবম আসরের অার মাত্র দুটি ম্যাচ বাকি আছে। আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ারে [যেটিকে সেমিফাইনাল বলা চলে] মুখোমুখি হচ্ছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দারাবাদ ও সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

আজকের ম্যাচ ঘিরে বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঝেও বিশেষ অাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কারণ হায়দারাবাদের হয়ে বরাবরের মতো আজও যে মাঠে নামছেন ক্রিকেট বিশ্বের 'বর্তমান রহস্যবালক' পেসার মুস্তাফিজুর রহমান।

যাহোক, পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও সর্বশেষ ৬ মে হায়দারাবাদে অনুষ্ঠিত এক ম্যাচে গুজরাটকে ৫ উইকেটে হারায় ওয়ার্নারের হায়দারাবাদ। তাই মানসিকভাবে আজকের ম্যাচে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়নার চেয়ে এগিয়ে আছেন ওয়ার্নার। সেইসঙ্গে আইপিএলের নবম আসরের ব্যক্তিগত সমস্ত পরিসংখ্যানেও রায়নার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান ওয়ার্নার। ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ার্নার। ১৫ ম্যাচে এখন তার মোট রান ৬৮৬। স্ট্রাইক রেট ১৪৭.৮৪। টুর্নামেন্টে এখন পর্যন্ত অর্ধ-শতক ৭টি। সর্বোচ্চ রান ৯২। ছক্কা হাঁকিয়েছেন ২৫টি ও চার মেরেছেন ৬৯টি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার মারার দিক দিয়েও দ্বিতীয় স্থানে তিনি। অবশ্য ছক্কার দিক দিয়ে তৃতীয় ওয়ার্নার। টুর্নামেন্টে ৭৮টি চার মেরে শীর্ষে বিরাট কোহলি।

এদিকে, ওয়ার্নারের সঙ্গে তুলনায় গুজরাট অধিনায়ক সুরেশ রায়না সবদিক দিয়েই অনেক পিছিয়ে। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দশম স্থানে তিনি। তার সংগৃহীত মোট রান ৩৯৮। স্ট্রাইক রেট ১২৯.৬৪। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৫। অর্ধ-শতক মাত্র ৩টি। চার হাঁকিয়েছেন ৩৯টি আর ছক্কার সংখ্যা ১০টি। অবশ্য টুর্নামেন্টে ওয়ার্নার ও রায়না কেউই সেঞ্চুরির দেখা পাননি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন মাত্র চারজন। তারা হলেন বিরাট কোহলি [৪টি], এবি ডি ভিলিয়ার্স ১টি, তারই স্বদেশি দিল্লি ডেয়ারডেভিলসের কুইন্টন ডে কক ১টি ও রাইজিং পুনে সুপারজায়ান্টস'র অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ ১টি।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর