২৭ মে, ২০১৬ ১২:০৭

জিম্বাবুয়ে সফরে ভারতের কোচ সঞ্জয় ভাঙ্গার

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ে সফরে ভারতের কোচ সঞ্জয় ভাঙ্গার

সঞ্জয় ভাঙ্গার

ভারতের জাতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত জিম্বাবুয়ে সফরে দেশটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার সঞ্জয় ভাঙ্গার। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভয় শর্মা যিনি সম্প্রতি দেশটির অনূর্ধ্ব-১৯ ও 'এ' দলের সঙ্গে কাজ করেছেন। বিসিসিআই'র সেক্রেটারি অজয় শিরকে এক বিবৃতিতে একথা জানান। খবর ইন্ডিয়া টুডে'র

জিম্বাবুয়ে সফরে ভারত তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তুলনামূলক তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এ সফরে দলে নেই বিরাট কোহলি। ১১ জুন থেকে দেশ দুটির মধ্যকার সিরিজ শুরু হবে।

চলতি বছরের মার্চ ও এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার পরিচালক রবি শাস্ত্রীর আওতায় ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন মি. ভাঙ্গার। বিসিসিঅাই শিগগিরই স্থায়ীভিত্তিতে নতুন কোচ নিয়োগ দিবে।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর