২৮ মে, ২০১৬ ২১:০৮

হাসপাতালে মেসি

অনলাইন ডেস্ক

হাসপাতালে মেসি

কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে চিন্তায় আর্জেন্টিনা। কারণ শুক্রবার হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ৬৪ মিনিটে কোমরের নীচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্যালন ডি'অর জয়ী এই খেলোয়াড়। পরে তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছে চোট পরীক্ষা করার জন্য।

এদিন প্রথমার্ধের ৩১ মিনিটে নাপোলির স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে হন্ডুরাসের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যাওয়ার সময় আরেক খেলোয়াড়ের হাঁটুতে কোমরের নীচে চোট পান বার্সেলোনা সুপারস্টার। যন্ত্রণাকাতর মুখ নিয়েই মাঠ ছাড়েন তিনি। পরে আর তাকে মাঠে নামানো সম্ভব হয়নি।

অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চোটের অবস্থা সম্পর্কে জানার জন্যই মেসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেসির পিঠের নিচের দিকে এবং পাঁজরে ব্যথা লেগেছে৷ স্থানীয় হাসপাতালেই সেই চোটের পরীক্ষা করা হয়েছে।’

বিডি-প্রতিদিন/ ২৮ মে ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর