২৯ মে, ২০১৬ ১৪:২০

'আমরা বেড়াতে যাচ্ছি না'

অনলাইন ডেস্ক

'আমরা বেড়াতে যাচ্ছি না'

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, 'পেশাগত দায়িত্ব পালন করতেই তাজিকিস্তানে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি না'।

রবিবার সকালে এএফসি এশিয়ান কাপ ২০১৯ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ২ ম্যাচকে সামনে রেখে গেল ১৭ মে মাত্র ১ মাসের জন্য ফের হেড কোচের দায়িত্ব দেওয়া হয় লোডভিক ডি ক্রুইফকে। দায়িত্ব নেওয়ার পর ডাচ ফুটবলার ইতোমধ্যেই শিষ্যদের নিয়ে শেষ করেছেন প্রস্তুতির পর্ব।
 
সব মিলিয়ে তাদের প্রস্তুতি ভালো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আশা করছি তারা ভাল করবে। ম্যাচটিকে সামনে রেখে তারা ভীষণ উজ্জীবিতও। এই ম্যাচের পরেই আমাদের হোম ম্যাচ। আর সেখানে ইতিবাচক কিছু করতে হলে তাজিকিস্তানে ভালা ফলাফল আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
 
প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে ২ জুন সফরকারী বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক তাজিকস্তান। এরপর ৭ জুন হোম ম্যাচে ঢাকায় সফরকারী তাজিকদের আতিথ্য দিবে বাংলাদেশ।

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর