শিরোনাম
২৯ মে, ২০১৬ ১৬:২১
আইপিএল ফাইনাল

তুমুল লড়াইয়ের আভাস কোহলির

অনলাইন ডেস্ক

তুমুল লড়াইয়ের আভাস কোহলির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাতে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দারাবাদ। বিরাট কোহলির দল আরসিবিতে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসনের মতো হার্ট হিটার ব্যাটসম্যানের প্রাচুর্য থাকলেও ওয়ার্নারের দলে তিনি একা ছাড়া আর তেমন কোনো ম্যাচজয়ী খেলোয়াড় নেই। ডেভিড ওয়ার্নার নিজেও সেটি কয়েকবার প্রমাণ করেছেন। এমনটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে শীর্ষ দল গুজরাট লায়ন্সকেও একাই লড়াই করে হারিয়েছেন ওয়ার্নার। তার অপরাজিত ৯৩ রানের উপর ভর করেই গুজরাটের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় সানরাইজার্স। তাই বলে আজকের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ দলকে একদমই হালকাভাবে নিচ্ছেন না কোহলি। আজ রাতের ফাইনালে 'তুমুল লড়াইয়ের' আভাস-ই দিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় সেনসেশন। যুবরাজ সিং, আশীষ নেহরার পাশাপাশি সানরাইজার্সের কাটার মাস্টার মুস্তাফিজকেও সমীহ করছেন তিনি। ফাইনাল ম্যাচ সামনে রেখে এসব কথা বলেন আরসিবির অধিনায়ক। খবর ইন্ডিয়া টুডে'র

২৭ বছর বয়সী বিরাট কোহলি বলেন, 'আমি মনে করি ফাইনাল ম্যাচ সামনে রেখে আমরা উভয়েই [ওয়ার্নার ও কোহলি] একইরকম চিন্তা করছি। প্রথমত প্রতিপক্ষকে ঠেকানোর জন্য আমরা নিজেদের মতো খেলার চেষ্টা করি এবং সহ-খেলোয়াড়দের কাছ থেকেও তেমনই আশা করি। মাঠের খেলায় আমার ও ওয়ার্নারের মাঝে সাদৃশ্য রয়েছে। '

তিনি আরো বলেন, 'ওয়ার্নার এমন একটি দলকে ফাইনালে নিয়ে এসেছেন যেটির সিনিয়র খেলোয়াড় যুবরাজ সিং, আশীষ নেহরার এবং জুনিয়র মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে।'  ফাইনাল ম্যাচের আগে দু'দিনের ফারাক থাকায় তা উভয় দলের জন্যই দুটি প্রশিক্ষণ সেসনের মাধ্যমে ম্যাচ নিয়ে কৌশর ঠিক করার যথেষ্ট সুযোগ দিয়েছে বলেও কোহলির মত।

উল্লেখ্য, আজ রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির আরসিবি ও ওয়ার্নারের সানরাইজার্সের মধ্যকার বহু প্রতীক্ষত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই চিন্নাস্বামীতেই গত ২৪ মে গুজরাটকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে আরসিবি। তাই আজকের ম্যাচে কোহলিরা বাড়তি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর