২৯ মে, ২০১৬ ১৭:৩২
চেস্টারলি টেস্ট

১০১ রানেই শেষ শ্রীলঙ্কা, ফলোঅনে

অনলাইন ডেস্ক

১০১ রানেই শেষ শ্রীলঙ্কা, ফলোঅনে

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চেস্টারলি স্ট্রিট টেস্টেও যেন হেডিংলি টেস্টের পথেই হাঁটছে সফরকারী শ্রীলংকা। এই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৯৮ রানের জবাবে সফরকারীরা তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে সক্ষম হয়। এতে ফলোঅনে পড়ে ফের ব্যাট করতে নেমেছে শ্রীলংকা। শেষ খবর পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। শ্রীলংকার প্রথম ইনিংসের ১০টি উইকেটের মধ্যে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট আর জেমস এন্ডারসন ও ওকস ৩টি করে উইকেট নিয়েছেন।

এর আগে ২৭ মে প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে উইকেটে ৪৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। মঈন আলী সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া জো রুট ৮০ রান ও অ্যালেক্স হেইলস ৮৩ রান করেন। শ্রীলংকার হয়ে প্রদ্বীপ সর্বোচ্চ ৪টি উইকেট নেন।

উল্লেখ্য, হেলিংলিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইংলিশরা ১ ইনিংস ও ৮৮ রানের বড় জয় পায়। টসে হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৮ রান তুলেছিল। জবাবে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে ৯১ রান ও ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করে।

বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর