৩০ মে, ২০১৬ ০৮:৪৯

আইপিএলে পঞ্চম সেরা বোলার মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

আইপিএলে পঞ্চম সেরা বোলার মুস্তাফিজ

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নবম আসরে সেরা বোলারদের তালিকায় পঞ্চম স্থানে বাংলাদেশি পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার বল করে ৪২১ রান দিয়ে মোট ১৭ উইকেট নেন তিনি। সেরা বোলিং ফিগার ১৬ রান দিয়ে ৩টি উইকেট। ইকোনোমি রেট ৬.৯০। তাইতো টুর্নামেন্টের এ আসরে 'ইমার্জিং প্লেয়ার অব দ্য অাইপিএল ২০১৬' নির্বাচিত হয়েছেন ২০ বছর বয়সী সাতক্ষীরার তেতুলিয়ার এই কাটার মাস্টার। অাইপিএলের ইতিহাসে এ খেতাব লাভকারী প্রথম বিদেশি খেলোয়াড় হলেন তিনি। এজন্য ১০ লাখ রুপি ও একটি ট্রফি পেয়েছেন মুস্তাফিজ।

এদিকে, নবম আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়ে 'পার্পল ক্যাপ' পেয়েছেন সানরাইজার্স হায়দারাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। তিনি ১৭ ম্যাচ খেলে মোট ২৩টি উইকেট নেন। সেরা বোলিং ফিগার ২৯ রান দিয়ে ৪টি উইকেট। আর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বোলার যুবেন্দ্র চাহাল। ১৩ ম্যাচ খেলে ৪০১ রান দিয়ে ২১টি উইকেট নেন তিনি। এছাড়া তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী একই দলের শেন ওয়াটসন। ১৬ ম্যাচ খেলে ২০টি উইকেট নেন তিনি।

বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর