Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৩ জুন, ২০১৬ ২১:০৫
আপডেট :
অবসরে গেলেন পয়েন্টার
অনলাইন ডেস্ক
অবসরে গেলেন পয়েন্টার

মাত্র ২৯ বছর বয়সে ক্রিকেটকে গুডবাই জানালেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু পয়েন্টার। কোচিংয়ে মনোযোগী হওয়ার জন্য শুধু আন্তর্জাতিক নয়, সব ধরণের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডানহাতি এই আইরিশ ব্যাটসম্যান।

অবসর প্রসঙ্গে পয়েন্টার বলেন, একান্ত ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি। আমি ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবের (যুব দল) প্রধান কোচ। তাই ক্রিকেট চালিয়ে আমার পক্ষে ক্লাবটিতে সময় দেওয়াটা কঠিন হয়ে পড়ছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে অভিষেকের পর আইরিশদের হয়ে ১৯টি ওয়ানডে আর সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পয়েন্টার। দুই ফরমেটে জাতীয় দলের হয়ে তিনবার অর্ধশতকের দেখা পান তিনি। গত মার্চে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেললেও ওয়ানডে দল থেকে পয়েন্টার বাদ পড়েন ২০১৪ সালের পর থেকে।

বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow