Bangladesh Pratidin

প্রকাশ : ৪ জুন, ২০১৬ ০৯:১৩
আপডেট : ৪ জুন, ২০১৬ ১১:০৩
'লাইফ সাপোর্টে' মোহাম্মদ আলি
অনলাইন ডেস্ক
'লাইফ সাপোর্টে' মোহাম্মদ আলি

সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলিকে অ্যারিজোনার একটি হাসপাতালে 'লাইফ সাপোর্টে' রাখা হয়েছে। তার অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তার সঙ্গে দুই মেয়েসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

দেড় বছরের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হলেন ৭৪ বছর বয়সী সাবেক এ হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার তিনি ভর্তি হয়েছেন শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে।
গতকাল অবশ্য বক্সারের পারিবারিক মুখপাত্র বব গানেল জানিয়েছেন, আলির অবস্থা এখন অনেক ভালো এবং উন্নতির দিকে।

পরবর্তীতে ফের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

মুহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকা পোরশে শুক্রবার (০৩ জুন) জানান, দুই মেয়ে লায়লা ও হানা তাদের বাবাকে দেখতে হাসপাতাল গেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

হাসপাতালে মুহাম্মদ আলিকে দেখতে দুই মেয়ের যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দ্বিতীয় স্ত্রী খালিল্লাও।

গত বৃহস্পতিবার (০২ জুন) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন মুহাম্মদ আলি। এর আগেও বহুবার তাকে হাসপতালে ভর্তি করা হয়।

১৯৮১ সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে আক্রান্ত হন মুহাম্মদ আলী। সর্বশেষ মারাত্মক মূত্রনালীর সংক্রমণে ভুগে ২০১৫ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের সেরা এ বক্সার।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow