Bangladesh Pratidin

প্রকাশ : ৬ জুন, ২০১৬ ১৫:৪০
আপডেট :
চিলির বিপক্ষে নামছেন না মেসি
অনলাইন ডেস্ক
চিলির বিপক্ষে নামছেন না মেসি

চোটের কারণে আগামীকাল কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে নামা হচ্ছে না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির। চিলির বিপক্ষে ম্যাচটিতে মেসিকে শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছেন দলের কোচ জেরার্ডো মার্টিনো। তবে বিকল্পও ভেবে রেখেছেন। মেসি নামতে না পারলে তার বদলে নামানো হবে নিকো গাইতানকে।

এ বিষয়ে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোও বলেন, মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু, এখন মনে হচ্ছে সেই সম্ভাবনা ক্ষীণ। কাল চিলির সঙ্গে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া যাবে না সেটি একরকম নিশ্চিতই।

এদিকে গাইতানকে নিয়ে উচ্ছ্বাসিত মার্টিনো বলেন, ''ও লিওর মতো খেলবে, সেটা তো আমি আশা করতে পারি না। আমি চাই ও নিজের সেরার চেয়েও একটু বেশি কিছুই দিক। এই মুহূর্তে সে খুব ভালো অবস্থায় আছে, সে খুবই দ্রুত, পাসিং ভালো, ড্রিবলও ভালো করে। পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়ই বলা যায় ওকে। ''

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow