Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১২:৫২
ভারতের প্রধান কোচ হওয়ার লড়াইয়ে ভেঙ্কাতেশ প্রাসাদ
অনলাইন ডেস্ক
ভারতের প্রধান কোচ হওয়ার লড়াইয়ে ভেঙ্কাতেশ প্রাসাদ

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার লড়াইয়ে সামিল হলেন দেশটির সাবেক পেসার ভেঙ্কাতেশ প্রাসাদ। গতকাল  এ ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই'র কাছে আবেদন করেছেন তিনি। নিজেই একথা নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডে'র

প্রাসাদ এর আগেও টিম ইন্ডিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৭-২০০৯ এই মেয়াদে দলটির বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র সাময়িক নিষিদ্ধ দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর'র সঙ্গেও কাজ করেছেন তিনি। সেইসঙ্গে বিসিসিআই'র জুনিয়র সিলেকশন কমিটির বর্তমান চেয়ারম্যানও তিনি।

এদিকে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে ইতোমধ্যে আবেদন করেছেন দলটির সাবেক ডাইরেক্টর সাবেক ক্রিকেটার রবী শাস্ত্রী ও সন্দ্বীপ পাতিল। এদের সঙ্গে যোগ দিলেন প্রাসাদও।

 


বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৬/শরীফ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow