Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১০ জুন, ২০১৬ ১১:০৭
আফ্রিকা ট্যুর
কিউইদের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে জীত রাভালের
অনলাইন ডেস্ক
কিউইদের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে জীত রাভালের

আগামী আগস্টে অনুষ্ঠেয় আফ্রিকা ট্যুরে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বামহাতি ওপেনার জীত রাভাল। স্কোয়াডে স্থান পাওয়া একমাত্র নতুন মুখ হচ্ছেন ২৭ বছর বয়সী জীত। নিউজিল্যান্ড দলের কোচ মাইক হেসন এক বিবৃতিতে আজ একথা জানান। খবর রয়টার্সের

আফ্রিকা ট্যুরে প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দুটি টেস্ট ম্যাচ খেলবে কেইন উইলিয়ামসনের নেতৃত্বে কিউইরা। এরপর ডারবান ও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় বংশোদ্ভূত জীত রাভালের গড় ৪৩.৮৫। তবে গত মৌসুমে তা ছিল ৫৫.৭১। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow