Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ জুন, ২০১৬ ১২:৫৭
আপডেট :
কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়!
অনলাইন ডেস্ক
কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়!

ভারতের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়কে। কিন্তু 'দ্য ওয়াল' খ্যাত দেশটির সাবেক অধিনায়ক দায়িত্ব নিতে রাজি হননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুর স্বয়ং একথা জাানিয়েছেন।

তিনি বলেন, কোচ হওয়ার দৌঁড়ে তাদের সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন রাহুল দ্রাবিড়। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি নিজে অনুরোধ করেছিলেন দ্রাবিড়কে। কিন্তু দ্রাবিড় সেই দায়িত্ব নিজে রাজি হননি।

অনুরাগ ঠাকুর আরও জানান, সরাসরি মুখের উপর ‘না’ বললেও তিনি যে জুনিয়র টিমের কোচিং করানোটাই বেশি পছন্দ করেন সেটা জানিয়েছিলেন দ্রাবিড়। পাশাপাশি তিনি এটাও জানান, তিনি যুব প্রতিভাকে তুলে আনতে বেশি আগ্রহী।

দ্রাবিড়ের প্রশংসা করে অনুরাগ ঠাকুর বলেন, “সিনিয়র দলের সঙ্গে দ্রাবিড় যেমন নিজেকে জড়াতে চান না, তেমনি অর্থের পিছনেও তিনি দৌঁড়তে রাজি নন। ” কয়েক মাস আগেই রাহুল বলেছিলেন, “আমি বড় কোন অ্যাসানইমেন্ট নিতে রাজি নই। কারণ বেশি সময় পরিবার ছেড়ে দূরে থাকতে পারব না। ”

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow