২৮ জুন, ২০১৬ ২২:৩৯

ক্রিকেটারদের ৩০ শতাংশ পাওনা পরিশোধ করলো বিসিবি

অনলাইন ডেস্ক

ক্রিকেটারদের ৩০ শতাংশ পাওনা পরিশোধ করলো বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকেই আলোচনার বিষয় ছিল ক্রিকেটারদের পাওনার বিষয়টি। বেশ কয়েকটি ক্লাব ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি। বিসিবি পাওনা পরিশোধে ৭২ ঘণ্টা সময় বেধে দিলেও তা মানেনি কয়েকটি ক্লাব। শেষ পর্যন্ত বাধ্য হয়ে, নিজেদের ঘোষণা অনুসারে বিসিবিই মঙ্গলবার ক্রিকেটারদের ৩০ শতাংশ পাওনা পরিশোধ করেছে।

এবার সবচেয়ে নাজুক অবস্থা ছিল ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ক্রিকেটারদের। তাদের বেশিরভাগ ক্রিকেটারকে দেওয়া হয় চুক্তির মাত্র ১০ শতাংশ টাকা। হাতে গোনা কয়েকজন পেয়েছেন সর্বোচ্চ ১৫ শতাংশ।

মঙ্গলবার সিসিএস ও কলাবাগান ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ অর্থ পরিশোধ করেছে বিসিবি। বিসিবি কার্যালয়ের হিসাব বিভাগ থেকে চেক গ্রহণ করেছেন সিসিএস ও একাডেমির ক্রিকেটাররা। এছাড়াও অন্য ক্লাবগুলোর ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ পরিশোধ করা হবে। উল্লেখ্য, ঈদের পর পাওনার বাকি অংশ পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর