Bangladesh Pratidin

প্রকাশ : ৩০ জুন, ২০১৬ ১৬:২৮
আপডেট :
গ্রামের বাড়িতে ঈদ করবেন মোস্তাফিজ
অনলাইন ডেস্ক
গ্রামের বাড়িতে ঈদ করবেন মোস্তাফিজ

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ। জাতীয় দলের ক্যাম্প শুরু হতেও বেশ সময় বাকি। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও পেয়েছেন লম্বা ছুটি। এই ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উৎসবে মেতে উঠতে ক্রিকেটাররাও ছুটছেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। জাতীয় দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানও যাবেন গ্রামের বাড়ি। বাকি শুধু শপিং। এরপরই ছুট। আগামী ২ জুলাই মোস্তাফিজের সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

মোস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গ্রামের বাড়ি থেকে কবে তিনি ঢাকা ফিরবেন, কতদিন গ্রামে থাকবেন- সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি পল্টু। যদিও এই মাসের শুরুতেই আইপিএল থেকে ফিরে আসার পর ৯ দিন তিনি গ্রামের বাড়ি ছুটি কাটিয়ে এসেছেন।

পল্টু বলেন, ''মোস্তাফিজের সব কিছুই ঠিক আছে। আগের চেয়ে অনেক সুস্থ আছে এখন। বাড়ি এসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করবে সে। ''

পল্টু এটাও জানিয়ে দেন যে, মোস্তাফিজ এখনও ঈদের শপিং করেননি। আগামী দু'একদিনের মধ্যেই নিজের, পরিবার এবং বন্ধুদের জন্য ঈদ শপিং করবে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণেই মূলত এতদিন শপিংয়ে যেতে পারেননি তিনি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow