Bangladesh Pratidin

প্রকাশ : ৩০ জুন, ২০১৬ ২০:৪০
আপডেট :
সাসেক্সে মুস্তাফিজের বদলি কুলাসেকারা
অনলাইন ডেস্ক
সাসেক্সে মুস্তাফিজের বদলি কুলাসেকারা

ইংলিশ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টের দল সাসেক্সে চলতি মৌসুমে মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা চুক্তিবদ্ধ হয়েছেন। তবে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি।  

এর আগে মুস্তাফিজের ব্যাপারে শঙ্কা থাকায় তার পরিবর্তে দলে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসিকে। তার চুক্তির মেয়াদ বাড়ায় সাসেক্স। মুস্তাফিজের অনুপস্থিতিতে সামারসেট ও সারের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হন উইসি। অধিনায়ক রাইট এর আগে বলেছিলেন, ‘আমরা জানি না মুস্তাফিজুরের হ্যামিস্ট্রিং ইনজুরির বর্তমান কি অবস্থা। তবে আমরা তার জন্য অপেক্ষা করছি। আশা করি তার শারীরিক অবস্থা খারাপ না। ডেভিড আমাদের সঙ্গে থাকছে। তবে দ্রুতই সে ক্যারিবীয়ান প্রিমিয়ারে নিজের দলে ফিরে যাবে। এরপর কি হয় তার দিকে আমরা তাকিয়ে আছি। ’


বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow