Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১০:০১
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১০:০১
শাস্ত্রীকে এবার এক হাত নিলেন গম্ভীর
অনলাইন ডেস্ক
শাস্ত্রীকে এবার এক হাত নিলেন গম্ভীর

সৌরভ গাঙ্গুলির পর এবার কোচ নির্বাচন নিয়ে চলতি বিতর্কে টিম ইন্ডিয়ার সাবেক ডিরেক্টর রবি শাস্ত্রীকে এক হাত নিলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক বলেন, ''গত দেড় বছরে টেস্ট এবং টি-২০'তে যে বিভিন্ন সময়ে ভারত এক নম্বরে গেছে, শুধু সেই অংশগুলোকেই তুলে ধরা হচ্ছে। রবি শাস্ত্রী একবারও তার ব্যর্থতার জায়গাগুলো বলছেন না। অথচ তার সময়েই আমরা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছি। বাংলাদেশে গিয়ে তাদের কাছে হেরে এসেছি। এমনকি এই সময়ে বিদেশে একটাও সিরিজ জিততে পারেনি। ''

''আসলে তিনি কতটা মহান, সেটাই বোঝানোর চেষ্টা করছেন। কোচ হওয়ার জন্য রবি যে কতটা মরিয়া ছিল, সাম্প্রতিক মন্তব্যই তার সবচেয়ে বড় প্রমাণ। ''

কোচ হিসাবে অনিল কুম্বলের নির্বাচনকে সঠিক আখ্যা দিয়ে গম্ভীর বলেন, ''আমার মতে এর চেয়ে ভাল কিছু হতে পারত না। কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন, কুম্বলে যে কোন দিক থেকেই তাদের মধ্যে শ্রেষ্ঠ। ''

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow