Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১৪:৪৯
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৪:৫৩
তামিমের প্রত্যাশা
অনলাইন ডেস্ক
তামিমের প্রত্যাশা

ক্রিকেটের যেকোনো একটি সংস্করণে দশ হাজার রান পূর্ণ করতে চান তামিম ইকবাল। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার।

দীর্ঘ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি আরও ৬ বছর ক্রিকেট খেলতে চাই। একই সঙ্গে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই।

এখন পর্যন্ত ৪২ টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৮০ ইনিংসে ব্যাট করে ৩৯ গড়ে ৩১১৮ রান করেছেন তামিম। আর একদিনের ক্রিকেটে ১৫২ ইনিংসে ৩১ গড়ে ৪ হাজার ৭১৩ রান টাইগার এই মারকুটে ব্যাটসম্যানের দখলে।

তামিমের মতে, টেস্টে এটা অসম্ভব হতে পারে, তবে একদিনের ক্রিকেটে যদি আমি আরও দেড়শ' ম্যাচ খেলতে পারি তাহলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা সম্ভব।

বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow