৩ জুলাই, ২০১৬ ১০:০৪

গুলশান হত্যাকাণ্ড: কালো আর্মব্যান্ড পরে খেললো ইতালি

অনলাইন ডেস্ক

গুলশান হত্যাকাণ্ড: কালো আর্মব্যান্ড পরে খেললো ইতালি

ইউরো ফুটবলের চলমান কোয়ার্টার ফাইনালের ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামে ইতালি। এদিকে হাইভোল্টেজ এই ম্যাচে গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে খেলতে নামে ইতালি।

ম্যাচে নামার আগেই উয়েফার কাছে কালো আর্মব্যান্ড পরার অনুরোধ জানিয়ে আবেদন করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাতে, দলের সকল খেলোয়াড়, স্টাফদের কালো আর্মব্যান্ড পরার অনুমতি দেয় উয়েফা। বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় জার্মানি-ইতালির ম্যাচটি শুরু হয়।

উল্লেখ্য, গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি থেকে মৃত ২০ বিদেশি নাগরিকের মধ্যে ৯ জন ইতালিয়ান ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি আর ১ জন ভারতীয় নাগরিক সহ ছয় হামলাকারীও মারা যায়।


বিডি প্রতিদিন/৩ জুলাই ২০১৬/হিমেল-০৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর