Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ০৯:৫০
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ০৯:৫২
টেস্ট ক্রিকেটকে বিদায় টেইলরের
অনলাইন ডেস্ক
টেস্ট ক্রিকেটকে বিদায় টেইলরের

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জেরোম টেইলর। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন তিনি। ৩২ বছর বয়সী পেসারের টেস্ট ছাড়ার খবর জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

২০০৩ সালে ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেইলরের। এর গত ১৩ বছরে মাত্র ৪৬টি টেস্ট খেলে ১৩০ উইকেট নেন এই আউটসুইঙ্গার।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেইলর। সেই সিরিজে তিন ম্যাচে দুই উইকেট নেওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

অবসরের সিদ্ধান্ত জানানোয় ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে টেইলরকে রাখেনি বোর্ড।

ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যও ছিল টেইলরের। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ নম্বরে করেন শতক।

বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow